গোধূলির রঙে রঙে(25-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
সূর্যাস্ত দেখতে দেখতে দৃষ্টি ম্লান হয়ে আসে
উঠোনে আতা গাছের ফাঁক দিয়ে এক চিলতে আলো মুখে এসে পড়ে,আসন্ন সন্ধ্যার কথা ভেবে... বেল গাছে বসে থাকা কাক শেষবারের মতো গলা সেধে নেয়... কা কা কা ,এদিকে ওদিকে ঘোরে তার চোখ,কিছু কি জুটেছে সারাদিন? সাবেক আকাল বর্তমানে ছায়া রেখে যায়,আতা পাতার অশ্লীল গন্ধ ও মৃদু আলোয় ঘন হয়ে আসে বিষন্নতা, তুমি সোহাগী রাতের আঁধারে... রাতও প্রশস্ত হবে ভেবে মেখে নাও গোধূলির রক্তরঙা ফাগ,এখন বসন্ত নেই আকাশের গায়ে,বাতাসে অসহ লু,কিভাবে জুড়াই,কোথায় কিভাবে ? চোখে ঘোর,কাঁথা সেলাইয়ের মতো পানকৌড়ির শেষ ডুবে... ম্লান চোখে আশার ঝিলিক,চাঁদ তুমি আরও আরও রূপবতী হও দিনে দিনে,ছড়িয়ে ছড়িয়ে যাক রূপের রেণু,পলাশভাষা ও শিমুলভাষা এখন বিরহ কাতর,কৃষ্ণচূড়ার লালে কি আছে বিপদ সংকেত ? পরাগ ছড়াতে গিয়ে আজও দেখি তারা খসে পড়ে,কিছু দূরে দলমার ঘরে আজও টিমটিম করে জ্বলে বাতি,একি বাতিঘর ? মাতলা নদীর জল বয়ে চলে বাধাবন্ধহীন,যদিও বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে,তবুও... জোৎস্নালোকে চকচকে করে রূপসী মাতলার মুখ,তাই এখন নির্বাক চেয়ে থাকে সাঁঝের নক্ষত্র