গোপন গুহার স্বরলিপি (25-05-2017)
রণজিৎ মাইতি


ভাঙনের গান হৃদয়ের গভীরেই ছিল --
ছিল শুধু কুঁড়ি হয়ে--আজ বিকশিত হয়ে--ডালে ডালে শাখে শাখে কুহুকুহু করে


বসন্তের বিদায়ে কখনো বসন্তসখা-- যায় চলে পৃথিবীর মানচিত্র ছেড়ে--
থাকে সে সুপ্তচারা--বীজের ভেতরে

আলো হাওয়া জল পেয়ে--
মুকুলিত বীজ আসে প্রকাশ্য রাস্তায়
দেখি কাদা ছোঁড়াছুঁড়ি শেষে  
বিভাজনে শিলমোহর পড়ে


কাছের মানুষ যারা--
কাছে এসে বারবার জোড়া দিতে চায়
তবু হয়না তা--রেল লাইনের মতো--
সমান্তরাল দুটো লাইন--সমান দূরেই থেকে যায়


জানি এ ভাঙন কোথা থেকে আসে
আসে মৌলিক চিন্তার উৎসভূমি থেকে