গ্রীনরুম (14-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
প্রকাশ্য মঞ্চে যে মানুষ হেসে গেলো হাসালো দর্শকে
যে মানুষ কেঁদে গেলো কাঁদালো শ্রোতাকে
খলনায়কের ভূমিকায় যে মানুষ মঞ্চ দাপালো
হয়তো এসেছে ফেলে পোশাকের সাথে গ্রীনরুমে
আপন চরিত্র,সখ,সাধ-আহ্লাদ


গোপনে কান পেতে শুনি,আড়িপাতা বলে লোকে
তাই করি গোপনে গোপনে
ভেসে আসে কান্নাররোল,হাসির ফোয়ারা
মঞ্চের প্রেমিককৃষ্ণ সাজঘরে প্রেমহীন পশু
খলনায়কের কণ্ঠে শুনি মানবিক স্বর


গ্রীনরুম,রঙ্গমঞ্চে কতটা দূরত্ব ?
এতই সূক্ষ্ম দৈর্ঘ্য মাপি ভার্ণিয়ার স্কেলে
সূক্ষ্মেরও ব্যবধান দীর্ঘতম হয়
পোশাক খুলে নিলে সব মানুষই নাঙ্গাসন্ন্যাসী
শৈশবের সাথে মিল,ভালোবাসে কাদা মাটি
ছুটে চলে এই শীতে সাগর মেলায়,পুণ্য সঞ্চয়ে
গ্রীনরুমই একমাত্র যে চেনে সন্ন্যাসী,গৃহী