হরিণী-বাঘিনী(08-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
রাতজাগা হরিণীর দিকে চেয়ে থাকি,সজাগ দৃষ্টি তার,তীক্ষ্মতা বলে যায় কথা,আকাশে ঘনঘোর,কখন ভেঙে পড়ে মেঘ মাথার উপরে,ঘন ঘন বাজ পড়ে,বিদ্যুত চমকের মতো চমকে চমকে ওঠে হরিণীর এক আকাশ বুক,মায়ের জাত।


বাঘিনীর বুকেও গ্রাস করে একই আশঙ্কা,কিভাবে নিরাপত্তা দেবে অবোধ শাবকে,চারপাশে অশনিসংকেত,এই বুঝি কেড়ে নিতে আসে কেউ,ভয় শুধু ভয়,মায়ের বুক কি এমন ?


আশঙ্কার দোলাচলে কেটে যায় দিন,তাই বুঝি হরিণীতে বাঘিনীতে কোন ভেদ নেই,সম্পর্কে খাদ্য খাদক, বৈরিতা আছে,এর বাইরে আর একটা অভিন্ন সম্পর্ক আছে,জাতে তারা মা।