জীবনচরিত (21-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে একক জীবন,যৌবন।
যেটুকু নিঃসঙ্গতার অনুভূতি তা যৌনবোধে,
সেটুকুও প্রকৃতি রপ্ত করে নেয়।


এর বাইরে কতটুকু প্রয়োজন বলো ?
বাজার অর্থনীতির যুগে উষ্ণতার কথা থাক,
শুধু পকেটে রেস্তোর জোর বোঝে সুখ ।


ছাড়ানো যায়না,আঁকড়ে থাকে শিশু।
যেখানে একমাত্র একাকীত্ব শৈশবে,জরায়।
বিজ্ঞান দিয়েছে দীর্ঘ জীবন,জরা বড় একা।