জীবন কিছু কথা বলে (06-11-2017)
রণজিৎ মাইতি
---------------------
এখন ভূমিকা থাক
ইতিহাস থাক ইতিহাসের পাতায়
বাগানের ফুল চায় জল,চায় হাওয়া
কাঁকুরে হলেও হোক,তবুও তো মাটি
শেকড়ের আশ্রয়স্থল


জীবন চিনিয়ে দেয় নুন আর চিনি
স্বভাবে খায়না ঘোল
স্বাদ বদলের স্পৃহা স্বভাবজ
তাই মেশানো হয়েছে নুন,মরিচের গুঁড়ো
বাদবাকি অতিরিক্ত চালাকির জোরে


অস্বীকার কি করা যায় ?
মাথার উপরে যে অনন্ত আকাশ,নানা রঙ
সেদিকে কি বুনো ফুল তাকাতে পারে না ?
পারে কি পারেনা,সে কথা থাক
আজ যারা রঙ কেনে,সুর কেনে,সুগন্ধিও কেনে
মনে করে সব জোটে প্রতিভার জোরে
তারাই চায়না দিতে তিলেক আকাশ
ঢেউ কেনে পকেটের জোরে


তবু জীবনের দাবী থাকে
পেতে চায় কাছে আপন নারীকে
একান্ত আপন করে নিতে চায় ঘ্রাণ,চন্দনের
চায় মন্থন সঞ্জাত সুধা
সুরা চায় মদিরার লোভে


লোভী ব'লে কেউ যদি গালমন্দ করে,বাধা দেয়
বলি,তাদের কি লোভ নেই ?
যদি বলে নেই,কিছুই বলিনা
শুধু বলি,
জীব ও জড়ের তবে পার্থক্য কোথায় ?