কালের হিসেব (01-01-2017)
রণজিৎ মাইতি
---------------------
এখন শতাংশে হিসাব করি,কতোটা--
ভালো মন্দে ভরা ছিলো বিগত বছর
কতটা রঙিন ছিলো কতটা খয়েরি
আজ হাতের আঙুলগুলো হয়েছে হলুদ
যা বয়ে নিয়ে যেতে হবে আগামীর হাতে


যদিও কররেখা স্পষ্ট নয়,দিকও অস্পষ্ট
একমাত্র উদয় অস্ত আজও পূবে পশ্চিমে
কখন যে বয়ে যাবে দখিনে বাতাস জানা নেই
তবু বাতায়ণ রাখি হাট করে খোলা
শুধু আশা ও আশাভঙ্গের ইতিহাস লিখি


ক্যালেন্ডার সরে যায় আসে আবারও নতুন
নতুন শিল্পের ছোঁয়া নতুন গণেশ
আসে হালখাতা তবু হালে পানি নেই
এখন শতাংশে হিসাব করি জল আর নুন