কেউ কাছে থাকে না  (07-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
যে প্রস্রবনে শুনি---
ব্যথা ও যন্ত্রণার প্রাগৈতিহাসিক সরগম,
পাওয়া না পাওয়ার অতীত,দায়িত্ববোধে ঝরে।
কেউ কী আছে ধারণ করবে নীরব স্রাব,
নিকট আত্মীয় ?
ছেলে ? না,
মেয়ে ? না,
জানি সহানুভূতি সহজলভ্য ,
একমাত্র বাষ্পায়িত হয় চিতার আগুনে।


অতীতের পাতায় পাতায় দস্যু রত্নাকর।
শুনতে পাই,এ জল নোনা,অপেয় !
আশায় আশায় থেকে অন্তিমে হতাশা।
যখন পরিবারও বলে, না না না ।
প্রকাশ্যে মাটির কাছে যাই,
শুষে নিচ্ছে,শুষে নিচ্ছে মা-টি জল।
মাটিতেই বিলীন রক্ত মাংস হাড় ।


যেন কলব্রীজ খেলায় মগ্ন বা টোয়েন্টি নাইন !
ট্রাম্প করার রঙ নেই হাতে।
তবু চারপাশে ভনভন করে---
মক্ষিকা,বোলতা ও ভিমরুলের মতো।
খোঁজে ফুল আর ফুল,
চায় রসনায় মকরণ্দের স্বাদ।