খেলার মাঠে চাঁদ দেখিনা(13-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
খেলার মাঠে চাঁদ দেখিনা
চাঁদ যে ঘরের কোণে  
ঘরকুনো আর কুপমন্ডুক
হচ্ছে দিনে দিনে


বাবা মা সদাই ব্যস্ত
ব্যস্ত নানান কাজে
একলা ঘরে বিষন্ন চাঁদ
খেলার সাথি খোঁজে


দিনকাল যা ঘরে ঘরে
এমনি তর একা
সঙ্গী বিহীন একা একা
খেলে এক্কাদোক্কা


স্কুলের দিনে ভারি মজা
কাছে সঙ্গী সাথি
পেট ব্যথা বা মাথা ব্যথায়
তারাই সমব্যথি


আমরা যখন ছোট্ট ছিলাম
ছিলো রবিবারের মজা
এখন ছুটিরদিনে নানান সূচি
এ যেনো ছুটির সাজা


নাচ গান আর আঁকার স্কুলে
সপ্তাহটা কাটে
দম ফেলার ফুরসত কই
নেইকো সময় মোটে


এমন ভাবে বড় হচ্ছে
কল্পনাতে জং
আজব আজব স্বপ্ন দেখা
স্বপ্ন নাকি ঢং


ঠাম্মি দাদু থাকেনা কাছে
গল্প কোথায় শুনি
রূপকথা নয় তথ্য জেনো
হবে জ্ঞানী গুণী


চার দেওয়ালে আটকা পড়ে
জীবনটা হাঁসফাঁস
শৈশবেই রোবট জীবন
হচ্ছে সর্বনাশ


ঘটেছে এমন আজব কান্ড
রোবট গড়ার দৌড়
ইঁদুর দৌড়ে নেইকো আমি
আমি গৌড়বঙ্গের গৌড় ।।