ক্ষুধা (26-12-2017)
রণজিৎ মাইতি
- ------------------
আজও ক্ষুধার বোধ ছেড়েই গেলো না !
হয়তো যেদিন ইন্ধন হবো আগুনের
মিশে যাব মাটির সাথে সেই দিন


মাঝেমাঝে ছুঁয়ে দেখি লজ্জাবতী পাতা
ছুঁয়ে দেখি বিছুটির পাতা
চেঁখে দেখি গাঁধাল পাতা


কতো যে তৃষ্ণা বুকে !
নানান মানুষের নানাবিধ ক্ষুধা
জলপ্রেম,জঙ্গল,পাহাড়,আকাশ
নানা রঙে বর্ণিল,বিচিত্র শোভা


তালা চায় চাবি,চাবি চায় তালা


কোথায় যে এর চাবিকাঠি
কেউ কি তা জানে ?
একটা চিমটি কাটি জোরে
ব্যথা লাগে,তারচেয়েও বেশি জ্বালা ক্ষুধার বোধে


এক এক করে অভিজ্ঞতা লব্ধ ফল করি আমানত
তবুও দিন দিন বেড়ে যায় ক্ষুধা
এ জীবনে ছেড়েই যাবেনা ক্ষুধা ছেড়েই যাবেনা