কিছু ঢেউ কিছু রঙ (25-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
যে সম্পর্ক গাছতলায় চুকে যায়
সেখানে ঘরের কথা বলতে চাইনা


বরং গভীরে উঁকি দিয়ে---
শুনি গভীরতার কথা ।
দেখি ঢেউ,রং,সুখ,দুঃখ ইত্যাদি ইত্যাদি


তখনই প্রয়োজন হয়
একটা ঘর,লাউ মাচা,পুঁই মাচা
হাতা, খুন্তি, কড়াই ।
কোদাল ও কাস্তে কোথায় রেখেছি ?
উঠোনে বাঁধা মুরগিটার জন্যে একটা চাকু চাই।


সেই মানুষ হাত বোলাই পোষ্য পুষিটার গায়
আদরে আদরে বাঁদর হয়না,করে ম্যাও,ম্যাও।


কি অনিন্দ কান্তি এই শাঁখটার,বাজালে বাজে
শিল ও নোড়ার সাথে কম্বোজটাও বাস করছে নিশ্চিন্তে।