কিছু ভাষা কিছু সুর (28-10-17)
রণজিৎ মাইতি
--------------------
কিছু ভাষা মরে যেতে দেখি
কিছু শব্দ ভাষা হয়ে বেঁচে থাকে ঘরে
আলোকিত ঘর হাস্যময় সান্নিধ্যে সান্নিধ্যে
জানি জোৎস্নার স্নিগ্ধতা পক্ষকাল পরে ফিরে ফিরে আসে
সেভাবেই গোধুলিতে নিড়ে ফেরা পাখি--
শিষ দিয়ে যায় আমরণ
প্রতিবর্ত ক্রিয়া নয় প্রকৃতির ডাকে
কিছু ভাষা ঘৃণা বা অবজ্ঞা নিয়ে আজও বেঁচে আছে


এই যে দেখি,ঝুলে আছে গাছে---
লাউ মাচায় লাউ,ঝিঁঙে উচ্ছে চিচিঙ্গে সব
সেখানে কি ভাষা নেই ?
পরিণত বীজ বলে,--
জল দাও,আলো দাও,হাওয়া দাও প্রাণে
আজও আশ্রয় মাটি,দেখি ঘুম ভাঙা কল--
মাটি ফুঁড়ে টুকে যায় অবাধ,গভীরে
উপরে আলো ডাকে আয় আয় আয়
শুরু হয় কথা ভাষা কাজ
ভাসাভাসা ভাষা নয়,চেতনায় সৃষ্টির ভাষা
কেন বৃথা হেয় করা,মহিরুঢ় হবে একদিন
হাতে ফুল ফল ছায়ার ডালি সাজানো গোছানো
সৃষ্টিশীল মানুষের মতো প্রতি পদক্ষেপে


বাকি সব ভাষা মূঢ়তার অন্ধকারে নিক্ষিপ্ত আলোক
বোঝেনা পাখির ভাষা গাছেদের ভাষা
জল পাথর আগুনেরও কথা থাকে গোপনে গোপন
মাংস লোভী বোঝে শুধু রসনার রাগ
হাত শিকারের লোভে নিশপিশ করে
তাই আজও দেখি মূঢ়তার হাতে বর্শা কুঠার ।