কবিতা লেখা যায়না (24-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
বৃথা চেষ্টা করিনা আজকাল ,
কবিতা কী লেখা যায় ?
শুধু অনুভবে---
রূপ রস শব্দ,স্পর্শ বর্ণ গন্ধ ।
ওই দেখ প্রজাপতি,
ওই দেখ মৌমাছি--
উড়ে উড়ে ফুলে বসে মকরন্দের লোভে ।
পরাগ মিলনে দেখি সম্ভাবনা আঁকে ।
ভেসে আসে নানা সুর,--
পাখির কলকাকলি ও ঝিঁঝিঁর ডাক।
ভ্রমরের গুঞ্জন,মকমক ভেক।
সূর্যালোকে প্রষ্ফুটিত কুঁড়ি,
শুকোয় রবির কিরণে।
প্রকৃতির হাজারো রঙে,--
দেখি হাজারো জীবন্ত কবিতা।
তবে কেন বৃথা চেষ্টা কবিতা লেখার?
কবিতা লেখা যায়না,
বুঝে নিতে হয় অনুভবে।