কবিতার অন্তরালে (14-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
মাথার চারপাশে ঘুরছে শব্দ,
আর ঘুরছে সিলিং ফ্যান,বন্ বন্।
ঠান্ডা মাথায় লিখতে হবে কবিতা।
বিষয় ভাবনায় হতে হবে অভিনব।
ধর্ষণের কথা লিখবো না,
লিখবো কি ধর্ষিতা মেয়েটির কথা?
যদিও ধর্ষণের অনুসঙ্গে--
স্বাভাবিক ভাবে এসে যায় মেয়েটি।
তখন গল্প অনেক রসালো হয়।
ধর্ষক দূরে দূরে থাকে,
বিচার্য ধর্ষিতার পোশাক,হাঁটার ভঙ্গি ও লিপস্টিকের রঙ।
কত রাতে বাড়ি ফেরে ? ইত্যাদি ইত্যাদি ।
ওদিকে যাবো না, এটাই এখন প্রাত্যহিক ভারত।
লিখবো অন্ধকার ঘরে টপ্ টপ্ ঝরে পড়া বৃষ্টির কথা।
লিখবো বাদল দিনে উঠোনে পিঁপড়ের সারির কথা।
আর বাগানে সদ্য ফোটা গোলাপ ফুলের গল্প।