লুকোচুরি খেলা (26-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
তিরতির বয়ে চলা নদীটাকে চিনি।
যে নদী ভরে আছে ফোঁটা ফোঁটা বৃষ্টির জলে।
মিঠা জলে হাঁস চরে,
সাঁতরায়ে চলে যায় মোহনার কাছে।
তারপর নোনা জল,তাই ফিরে আসে।


নদীটাকে একদিন আরশি মনে করে--
আকাশে দেখিনা চাঁদ,খুঁজি নদীরও জলে।
ঢেউয়ের তালে তালে কেঁপে ওঠে মুখ।
ভাঙাচোরা মুখে চাঁদ খেলা করে জলে।
সদা বিকিরণ করে যায় রূপালী আলো।


নদী ভালোবেসে চাঁদ যায়নাকো দুরে,
ডুব দেয় ভেসে ওঠে লুকোচুরি খেলে।
তখন মুকুর ধন্য হয়,নদীটাকে ধন্য ধন্য করি