মা  ধ  বী  ল  তা(22-04-2018)
র ণ জি ৎ   মা ই তি
--------------------------
মাধবীলতার প্রসঙ্গ উঠলে বিষাদ ঘন হয়ে আসে।যে গাছটি বাড়ির সামনে সারাক্ষণ সৌন্দর্যের ডালি সাজিয়ে রাখতো।ফুলে ফুলে ভরে থাকতো সারা উঠোন।কতো কতো ফুল-- রজনীগন্ধা ও হাসনুহানার গন্ধে মো মো করতো বেডরুমও।কামিনী গাছটা এখনো আছে আর কাঠমল্লিকা,নেই শুধু প্রিয় মাধবীলতা

বিষাদ কাটিয়ে ওঠার চেষ্টা করেছি,পেরেছি কি ? সেই মুখ,যে মুখে পূর্ণিমার চাঁদের মতো আলো খেলে যেতো,নিষ্পাপ মুখ।সারল্যের হাসি দিয়ে জয় করে নিত কঠিন হৃদয়।মাধবী,মাধবী,আমার মাধবীলতা---চুরি করে নিয়ে গেছে আমার হৃদয়।চেয়েছিলো,--- আমাকে আঁকড়ে ধরে লতিয়ে উঠতে,দিতে চেয়েছিলো ফুল,রেণুর পরশ


একটা দমকা ঝড় এলোমেলো করে দিল সেই নীলাকাশ,ঝড়েরও বিষ থাকে,হিংস্র ছোবল।বিষবাষ্পে মিলতে পারে না আজও মানব-মানবি,জাতপাতের বিষে মাধবীর দেহ নীল হয়ে গেছে,হে একবিংশ শতক আমিও যে নীলকন্ঠ হবো সে ক্ষমতাও নেই।তাই আমি আজও মানব,মাধবী আমার কাছে বাগানের ফুল নয়,রক্ত-মাংসে বেড়ে ওঠা কুমারী গৌরী