মেঘের ডানায়  (20-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
মেঘের কি সৌন্দর্য নেই বা নান্দনিক বোধ?
রসবোধ যার আছে না তাকিয়ে পারে কী থাকতে আকাশের দিকে !
অসংখ্য তারা,দ্বিতীয়ার অদ্বিতীয়া চাঁদ বা দিনের আকাশে উদিত সূর্যের দিকে


মেঘ আমি ভালোবাসি,শ্রাবণের মেঘ
জলীয় বাষ্পের ছাদ মাথার উপরে ঘন হয়ে এলে
হৃদয়ে আনন্দ জাগে প্রাণে শিহরণ
গুরু গুরু গর্জন আর বিজলীর ঝলকে


মেঘ এতোই গভীর ভালোবাসি,তবু---
আজ কেন যেন মনে হয় মেঘ শুধু ভালোবাসে মাটি,মাটির হৃদয়
তাই ঝরে পড়ে টুপটাপ মাটির বুকে,রসসিক্ত করে


চাঁদ থাক,তারা থাক আপন মহিমায়  
সূর্যও সূর্যের মতো থাকুক ভাস্বর
শুধু ভিজে যাক হৃদয়ের মাটি বৃষ্টির জলে