মানুষের হাঁটাচলা দেখি (08-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
কখনও কামনার গভীরে ডুবে যাই
কখনও ত্যাগেরও গভীরে


বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই দোলাচল
তাকাই আকাশের দিকে,পরক্ষণেই মাটির দিকে
জলে,জঙ্গলে আবার মরুর দিকে।
দেখি পথে পথে অসংখ্য মানুষ


তাদের প্রতিটি কদমে নিখুঁত মৌলিক ছন্দ
মহাকালের গর্ভে সংরক্ষীত যতো চলমান ছবি
পরীক্ষা করি বিবর্তনের ধারা,ত্রুটি বিচ্যুতি
চোয়াল,করোটি,পাঁজরের নৃতত্ত্ব
জৈব বৈচিত্র্যে মানুষ প্রথম সারিতে
ঘুরে দাঁড়ায় একশো আশি ডিগ্রি যেকোনো সময়


মাপি রক্ত চাপ,ওঠানামা করে পারদ
তাপমাত্রা ফারেনহাইটে


মরু অঞ্চল বেশ ঠান্ডা
এড়াতে চাইলেও চেপে বসে এই হিম শীতলতা  
আমি ঠান্ডা মাথায় আজও অগণিত মানুষের হাঁটাচলা দেখি