মা তা ল   হা ও য়া  (25-04-2017)
রণজিৎ মাইতি


পাইনা খেলার গন্ধ
দমকা হাওয়া ভাঙে পাখিদের নীড়
দিনরাতের ম্যাচে বাতিস্তম্ভে আলো
নেই ক্রিকেটের নামগন্ধ কিছু


বল যেই আছড়ে পড়ে মাঠের বাইরে
স্কোরবোর্ডে চোখ নেই
চোখ স্হির এই উৎসবে
বিনোদনে সদাব্যস্ত অপ্সরীদের বুকে
দেহের প্রতিটি বাঁকে নান্দনিক সুর নয়
খোঁজে কামের আগুন
পর্দার আড়ালে চলে বুকিদের খেলা


উৎসারিত আলো নেই হারায় উৎসকে