মু  ক্তি  বে  গ (08-10-2017)
রণজিৎ মাইতি
---------------------
আলো,এক চিলতে আলোয়---
মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়
যেমন ক্ষণপ্রভা ভেদ করে গাঢ় অন্ধকার
আলোকিত করে সমগ্র আকাশ।


যে সমাজে বেড়ে ওঠা
প্রতি পদে পদে কিছু কালো দাগ,জড়ুলের মতো
যা মনের গভীরে চিরস্হায়ী,
লাল সুতো বাঁধা তাগা,তাবিজের ধোয়া জল
আজও খাই শনি মঙ্গলবার
হঠাৎ এক চিলতে আলো-----
পারে মুছে দিতে কালি,লহমায়
নিয়ে যায় চেতনার গভীর বলয়ে


চাওয়া-পাওয়া,না পাওয়ার কথা
সুখ দুঃখ,বেদনা হতাশার কথা থাক
জীবনের আনাচে কানাচে স্হায়ী ঝোপঝাড়
আলোর প্রভাবে হয় তছনছ


আলো খোঁজে আরো আরো আলো
আলোর খোঁজে আলোর গতিতে ছুটে চলা
এ গতি কি মুক্তিবেগ নয় ?