নন্দিনী তুই কোথায় আছিস মেয়ে
রণজিৎ মাইতি(10-10-2017)
---------------------
নন্দিনী তুই কোথায় আছিস বল
অবুঝ মন মানতে চায়না মানা
আজও হই খুঁজে খুঁজে হয়রান
বল নন্দিনী,কোথায় আছিস বল


খুঁজতে গিয়ে যায় যে সারা বেলা
বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে এলো
অন্ধকারেও দেখতে পাচ্ছি মুখ
আমি চিনি আর চেনেনা কেউ


হোক যতই নিকষ কালো অমা
সাদা ফ্রকে আজও তাকে দেখি
দিচ্ছে উঁকি কচি পেলব স্তন
বয়স কতো চোদ্দ পনেরো ষোলো  


মনে পড়ে সেদিনের সেই কথা
স্কুল যাওয়া বাড়ি ফেরার পথে
ভাগ বসাতাম ঝালমুড়ি আচারে
এখন বুঝি ওটাই ভালোবাসা


বোঝর বয়স হয়নি তখন মোটে
আমিও তখন বয়সে অনেক কাঁচা
যদি বুঝতাম ভালোবাসার মানে
তখন তোকে দূরে কি যেতে দিতাম ?


আজও(স্কুল)ছুটির সময় হলে দেখি
ফিরছে বাড়ি ফ্রকপরা সব মেয়ে
শেষ বিকেলের এক চিলতে রোদ
পড়লে সে মুখ লাবন্যে ভরপুর


আমার কাছে মুখগুলো সব এক
বিদায় রোদে কেউবা কালো গোরা
খুশির ঝিলিক সারা চোখে মুখে  
শুধু অনুসঙ্গে দেখিনা কানে তিল


কার হাসিতে টোল পড়ে দুই গালে
চোখের ভাষায় প্রেমের ঝিলিক খেলে
মুখের রেখায় দুষ্টু মিষ্টি  হাসি  
সেই হাসিতে নন্দিনিকে খুঁজি


জানিনা আজ কার বুকে তোর মাথা
অনেক খুঁজে পাইনি যে তোর দেখা
আমার হৃদয় আজও শূন্য একা
যেখানেই থাক ভালো থাকিস তুই ।।