নির্মাণ  (24-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
আসলে নির্মাণ একটা শব্দ মাত্র  
তত্ত্বের বাইরে এসে চোখ রাখি বাস্তব আকাশে
ভর-শক্তি,শক্তি-ভর সমীকরণে


জীর্ণ বাড়ির গল্প থাক,ভেঙে ফেলো
মুছে ফেলো কুহকিনী রাত,স্মৃতি কিছু রক্ত ঝরায়
জানি,তবুও ভোরের আলোয় কতো কথকতা


যেখানে খনন করছি পুকুর সেখানেই ভিটের ইতিহাস আছে


আর সাবাস শব্দটি ভাঙনেও অঙ্গাঙ্গী জড়িত