নদী বয়ে চলে আপন গতিতে(20-10-17)
রণজিৎ মাইতি
--------------------
যখন আনন্দে মিশে যাই ভিড়ে,কিংবা---
বিষাদে আটকে থাকি ঘর বন্ধ করে
অভিমানে ছিঁড়ে দিই তার এন্টেনার
বিচ্ছিন্ন করি যোগাযোগ স্মার্টফোনে
এতো মানুষের ভিড়ে মনে করি একা,একমাত্র দ্বীপ
তখনও পৃথিবী ঘোরে নিজ কক্ষপথে
আহ্নিক বার্ষিক দুটো গতি নিয়ে
সময় সারণী মেনে ছন্দময় ।


জল পড়ে,পাতা নড়ে ও ফুল ফোটে গাছে
হাওয়া বয়--পূবে,পশ্চিমে,উত্তুরে,দখিনে
তখনও বুঝিনা শীত বসন্ত,শুধু গৃষ্মের তাত
বসন্ত বাহার বা বাহার বসন্ত কী তাও বুঝিনা !
সুরকানা পথিক কী বোঝে ?
যতই ঝরুক বৃষ্টি এ রাগ মেঘমল্লার কিনা?
তবুও গেয়ে যায় ঋতুবতী নারী ঋতুরাগ
প্রভাতে সন্ধ্যায় মাঝরাতে হাম্বা হাম্বা রবে গাভী
দেখি আজও পূবে উদয়,পশ্চিমে অস্তগামী রবি
বয়ে যায়,বয়ে চলে নদী আপন গতিতে


আমি শুধু একা একা অন্ধকার ঘরে
গতিহীন পথভ্রষ্ট এক অচেনা নাবিক ।