পরজীবী হাসি (18-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
ভেতর বেদনাময়,মুখের রেখায় তবু পরজীবী হাসি
লেগে আছে চোখে আর ঠোঁটের রেখায়
ধীরে ধীরে অভ্যাসেও দাঁড়িয়ে গিয়েছে


হয়তো লাগেনি ভালো
হয়তো কথায় হাসির উপাদান নেই
তবু করি আবেগ বন্ধকী


চুরির রকমফেরে তাজ্জব বনে যাই
এ তো নিজেকেই নিজে করি চুরি
কখনও স্বার্থের লোভে কখনও বা ভয়ে


রাগের কথায় আজ হাসি,অপমানে বত্রিশ পাটি
দুঃখের কথায় কাঁদতে ভুলেছি
জ্যামিতিক চিত্র দেখে বুঝতে পারিনা ভেতরের খেলা
ক্ষোভের আগুন একান্তই ব্যক্তিকেন্দ্রিক
যতোই সে দহন জ্বালাময় হোক


এভাবেই পরজীবী হাসির খেলায় নেমে
একদিন মানুষই হয়ে যায় পরজীবী জীব