পথ ও পথিক  (18-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমার বাড়ি যাওয়ার পথে তোমার বাড়ি
তোমার বাড়ি আমার বাড়ি একই পথে
পথ বাঁকা নয় সরল সোজা নাকবরাবর


যাওয়া আসার পথে পথে রোজ দেখা হয়
চোখে চোখে ভাব বিনিময় দীঘির জলে
যেমন স্বচ্ছ তেমন গভীর স্ফটিক যেমন


সে দীঘির জল যেমন মিষ্টি তেমন স্বাদু
ডাবের জলও হার মানে সে জলের কাছে
হৃদয় বলে হৃদয় কথা প্রেমের কথা


পথে পথে ছড়িয়ে আছে হাজারো জলা
নোনাতা জলে ভরে আছে বিস্বাদ হৃদয়
বুক ফেটে যায় তেষ্টা আছে জল কোথা পাই?


খুঁজতে গেলাম নতুন পথ ও নতুন দীঘি
গোলকধাঁধায় ঘুরে ঘুরে হতাশ হলাম
দেখি,যে পথে যাই সে পথেই মৃত্যু লেখা