ফসলের আশায় আশায় (21-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
ফসলের আশায় আশায় চষি মাটি।
চাষ করি কেঁচো ফসলি জমিতে।
জানি জলৌকা ওঁত পেতে আছে।
তবু সারাদিন জলে ভিজে রোদে পুড়ে
চাষ করে চাষা।
ক্ষুধার্ত মুখ ভাসে চাষির চোখে,
নুয়ে পড়া সোনালী ধানে ঘরে আসে সুখ।
তাই রোপণের হাজার ব্যস্ততা।
একদিন ঢল নামে শস্যের দেহে,
রোপিত চারার অঙ্গে থোড়।
বিয়োয় পোয়াতি,কাঁদি নুয়ে আসে।
কাস্তে হাতে চাষি আজ মাঠে।
যেন সারা বছরের পড়া শেষে,
মাঠে মাঠে বাৎসরিক পরীক্ষা।
কখনও করকাপাত,
কখনও দমকা হাওয়ায় উড়ে যায় ধান।
তবুও রোদ জল ঝড়ে,--
চাষা আজও মাঠে পড়ে আছে।