ফিলাডেলফিয়া (01-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
যেদিন বৈশাখী ঝড় এসে ভেঙে দিলো ঘুঘুর বাঁসা,
নেচেছিলো,মেতেছিলো ফিলাডেলফিয়া
আমি,আমার মতো হাজারো হাজারো আর বিষন্ন চাঁদ নেচেছিলো


শিরায় শিরায় রক্ত ছুটে গেছে নদী মোহনায়
প্রতিটি জলের ফোঁটা,দরদর ঘাম
বাউল মন আনন্দেও কাঁদতে জানে না
বরং উর্বর জমিতে বুনে মানবিক গান
আশার কুহকে নয়,ঘোর দুর্দিনে
জড়ো হই,পথে নামি,মেলে দিই স্বপ্নের ডানা
ফিলাডেলফিয়া,ফিলাডেলফিয়া আসলে চাঁদের শরীর