প্লিজ,চিল্লিও না(29-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
প্লিজ,চিল্লিও না
নমুনা সংগ্রহে রেখেছি
এখন নীরব থাকাই শ্রেয় মনে হয়


ষড়যন্ত্রের বাষ্পগুলো বড্ড বেয়াড়া
যেকোনো সময় এসে সামনে দাঁড়ায়
হাতে ছোরা,কবজিও চূড়ান্ত অস্থির  
এরই নাম গণতন্ত্র,বলেছিল পাড়ার দাদারা !


আগুন সম্পর্কিত ধারনাগুলো তোমার সাথে হুবহু একই
অথচ ভাতের কথা বললেই কানের কাছে কে যেনো এসে বলে যায় কিছু কথা
যদিও শব্দে মার্জিত,বক্তব্যে শাসানি


স্মৃতির পাতায় ভেসে ওঠে রামরাজ্য
সত্যতা যাচাই না করে স্মরণাপন্ন হলেই
পেছনে হাঁক পাড়ে...প্লিজ কে,কে চিল্লায় ?