পৃথা (02-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
হ্যালো পৃথা,হ্যালো
কেমন আছো তুমি ? প্লিজ,
নীরব থেকো না,বলো কেমন আছো ?
জানতে চাইবে না আমি কেমন আছি ?


নিষ্ঠুর শব্দটা অনেকবার শুনেছি আর দশটা শব্দের মতো
এখন বুঝতে পারছি এর গভীরতা
দেখতে পাচ্ছি শব্দদিঘির তলদেশ,শাপলা ও পদ্মের মূল
রঙবেরঙের শেওলা জমে আছে যে শব্দের গায়ে


তুমি কি তাও ছাড়িয়ে গেছো পৃথা
মানিয়ে নিয়েছো আর পাঁচটা মানুষের মতো
একটা বিশ্বাস ছিলো,লোকে বলে হাতের পাঁচটা আঙুল সমান নয়
আমিও তোমাকে অন্য রকম ভাবতাম
ভাবতাম সমাজের জাল কেটে বেরিয়ে আসবে শুধু বিশ্বাসের মূল্য দিতে
বুড়ো আঙুল দেখিয়ে বলবে,--
আমি ধর্ম মানি না,জাতপাতের বিভাজন মানিনা
মানি মানুষ,মানবতা আর হৃদয়কথা

হ্যালো পৃথা হ্যালো,কিছু তো বলো
আমি বুকফাটা কান্নার শব্দ শুনতে চাই,
ওহো বুঝেছি,কাছে তোমার রাশভারি বাবা আছেন বুঝি।