রা জ নী তি (18-06-2017)
রণজিৎ মাইতি


আকাশটা মুুুুখরিত আগমনী গানে
হাসে না যে মানুষ আজ সেও বিদূষক
স্বপ্নাবেশে দোলে পাতা কচি গাছেদের
ভেঙে যায় স্বপ্নঘোর ভোট হয়ে গেলে


এ সামাজিক কাজ নয় এখন কারবার
বিজ্ঞাপনে ওড়ে আজও স্বপ্নের ফানুস
ভুলভুলাইয়ার ভোটর সকল ইস্তেহারে মজে
অতীত ভুলে করে বসে আরও আরও ভুল


আগমনী গানে ভাবে এলো দশভূজা
সততার বিজ্ঞাপনে ঢাকা পড়ে দেশ
পাত্রমিত্র যত আছে করে ভুরিভুরি চুরি
হাজতবাসের পরেও দেখি বুক ফুলিয়ে ঘোরে


এরা জন দরবারে নয়  নির্লজ্জ বেহায়া
তাই ভুলে যায় প্রতিশ্রুতি করে প্রবঞ্চনা