রাংতায় মোড়া মিষ্টির মতো(25-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
রাংতায় মোড়া মিষ্টির মতো মুড়ে ফেলি দরাজ হৃদয়,গেয়ে উঠি এক এক করে অধিকারের যৌগিক সরগম,হারমোনিয়ামের রিড কি সেকথা বলে?তুমি গভীর জলের তলদেশ থেকে তুলে নিতে চাও আসল মুক্তো,ভেসে আসা সুরে সুর মিলিয়ে বারবার বলো মানুষের ভাষা,গোলাপভাষা সাথে শিমুলভাষা ।এখানে চলে না দরাদরি,জোরাজুরিও
এখানে শুধুই দরবারি


প্রেমে ইশারা থাকে না,থাকে ইঙ্গিত
ভালবাসা কখনও কি হতে পারে জবরদখল?সেও একটা স্রোত,চোরা স্রোত। মন্দাকিনীর মতো কুলকুল বয়ে চলা নদী।
কোথায় জন্ম তার ? এই বেড়ে ওঠা শরীরে, মননে ?
দেখি ভরা জোয়ারের জলে জোৎস্নার স্নিগ্ধ আলোক