রসুই রসায়ন (16-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
খেতে খেতে বললাম,---
শুক্তোটা আজ দারুণ রেঁধেছো।
বউ একগাল হেসে বলল,---
ওটা ক্লাসিক্যাল বেসে গাওয়া।
খেয়াল গেয়েছি,খেয়াল।
মাছের কালিয়া মুখে দিয়ে বললাম,একঘর।
তুলি বলল,এটা আশাবরী
কচি পাঁঠার মাংস মুখে দিয়ে বুঝি ঝালটা চড়া।
ও বলল,মরিচ রসুনের ঝাঁজে চোখে জল এসে গেল
কি করি বলো মেঘমল্লার গেয়ে ফেলেছি।


একদিন কবিতা খুঁজতে খুঁজতে---
চোখ চলে যায় হেঁসেলে।
নতুন বউ,যদি কিছু পাই।
দেখি এক হাতে আঁচল,ঘাম মুছছে।
অন্য হাতে খুন্তি,নড়ছে উদারা মুদারা তারায়।