শব্দ ও গন্ধ (18-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
গন্ধের ভেতর শব্দ,শব্দের ভেতর গন্ধ চারপাশে মো মো করে
তুমি বলো কলরব,আমি বলি মধুর বিস্ময়


চোখে ঘোর লেগে আছে,হৃদয়ে মাতন
তুমি বলো কলরব , আমি বলি----


'মা' শব্দে বিস্মিত হই,
'বাবা' শব্দে আজও অবাক ।