সাগর খুঁজতে কোথাও যাইনা (01-11-17)
রণজিৎ মাইতি
--------------------
অধুনা সাগর খুঁজতে কোথাও যাইনা,
সাগর মানে এক আকাশ জল,উন্মত্ত ঢেউ
হাঙ্গর,তিমি ও রসনা উদ্বেল কারি অসংখ্য মাছ।
বলো,কেন যাবো দূরে দূরে,বিদেশ বিভুঁয়ে ?
বুকের গভীরে শুনি ঢেউয়ের গর্জন,ছলাৎ ছলাৎ।
অভিঘাতে অভিঘাতে ভাঙে বাঁধ,বালির বাঁধ।
আর কতদিন আটকাবো বলো ?
কিছু বালি ঢেউয়ে আসে বালুকাবেলায়,
ফিরে যায় ভাটার টানে।
চিনে নেই অগণিত সিকতার কনা মাঝে আসল মুক্তা।

ঝিনুকের লোভ নেই,প্রয়োজন আছে।
হাতে গোনা কয়েকটা দিন শুধু হিম,
তারপর কপালে যে ফুটে উঠে ঘামাচি ও নুন।