সময় (27-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
তুমি একটা সকাল চেয়েছিলে,আমি প্রভাত
পূব আকাশে লাল ডগডগে সূর্যের প্রতীক্ষায় সময় মাপছি,
দেখতে চাইছি কুঁড়ি,আগামীর সম্ভাবনা ।
তুমি সেরে নিচ্ছো সারাদিনের মহড়া।
প্রস্ফুটিত ফুল হাতে অঞ্জলিতে গভীর নিমগ্ন
নিজের মতো করে মাপতে চাইছো সময়ের অঙ্কে
যদিও সম্ভাবনার অঙ্কে কুঁড়িও মৌলিক, ফুলও
বৃন্ত,দল,পরাগধানী ও গর্ভকোষ
আর সারাবেলা রেণুর ব্যাপন
আসলে দিন যতই নিশ্ছিদ্র ভাবি তুমি জানো সেখানে সান্দ্রতা