সাধ জাগে (03-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
সাধ জাগে বয়ে চলি শনশন বাতাসের মতো ।
ডানা মেলি রঙবেরঙের ডানা বসন্ত বাতাসে ।
চন্দন চন্দন গন্ধ,সুবাসিত মন


সাধ জাগে ভেসে যাই বানভাসি জলে,
মাছেদের মতো সন্তরণে এদিকে ওদিকে
নামুক সন্ধ্যা তলদেশে সাততাড়াতাড়ি
মৎস্যকন্যা আজ আমার প্রেমিকা ।


কোথায় যে যাবো জানা নেই,
জানা নেই সামনে অথই জলধি ।
তবু ভেসে যাই,উথাল পাথাল মন
সাথে সাথে যায় আকাশের চাঁদ,  
আমার সঙ্গী হয়ে তারারাও যায় ।


সাধ জাগে ফুলেদের সাথে ফুল হয়ে যাই,
কেতকী,যুথিকা,বেলী,জুঁই  
ঘাসফুল,ভাঁটফুল,বুনোফুল হই
কোনও গুণ নাই থাক,সুগন্ধ বিলাই ।


কতো সাধ মনে জাগে,
দিনে দিনে দিনও ফুরায় ;
ঝরে যায় নির্ঝরের মতো ।
ঝরনাও আমার সাধ,
কখনও কি হতে পারি ?
তবুও বয়ে চলি পাহাড়প্রমাণ ভার বুকে।


একদিন জলে দেখি পদ্মের চাকী,
বাগানে ফুল নেই,মধুপর্ক নেই
থেমে গেছে হাওয়া,মলয়মারুত
বয়ে যায় লু,আকাশে জল নেই
শুধু চোখে নামে সাধের প্রপাত।