সিঁড়িভাঙা অঙ্ক (11-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
এখন পৌঁছেছি সিঁড়িভাঙা অঙ্কের শেষ ধাপে।
সমাধান কঠিন কারণ জড়িয়েছি সম্পর্কের সুতোয়।
মনে হয় গিঁট অক্টোপাশ,সমাধানে খুঁজি বন্ধনের স্হায়ীত্ব।
প্রশ্ন ও প্রতিপ্রশ্নে বাজে ভালোবাসা বা না বাসার সুরলহরী।
বসন্তে বাগানে কি পলাশ ফোটে বা
কৃষ্ণচূড়া?
শুনেছি কি কোকিলের কুহু কুহু রব ?
জীবন বাঁধা পড়ে যে সুতোয় তা কতটা নমনীয়?


পরীক্ষা নিরীক্ষা করি সুতোটাকে নিয়ে,
এক প্রান্ত বাঁধি সিলিং এর হুকে।
অন্য প্রান্তে চাপাচ্ছি বাটখারা,
এক,দুই, তিন,-----কিলো,ক্রমশ বাড়তে থাকে।
মাপছি অসহ পীড়ন, বিকৃতি কি স্হায়ী ?
অন্য ভৌত অবস্হা স্হির।


উঠোনে শুনছি পায়রার বকম বকম।
সিঁড়ির শেষ ধাপে রাখলাম কতিপয় ফুল।
মকরণ্দের লোভে মক্ষিকা চারপাশে ভনভন করছে।
পরাগ মিলনে নিশ্চিত হবে সমস্যার সমাধান।