সেতারের তার ছিঁড়ে গেলে(11-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
উর্দ্ধ বা অধঃ যে ক্রমেই হোক
সংখ্যা গুলো ক্রমিক হলেই---
দেখি সেখানে সৌন্দর্য।
না না,উর্বশীর রূপ লাবন্যে নয়,বোধ
যেমন নামতা বা ধারাপাতের পাতা
শুধুই জীবনের কথা,
আর পরিপাটি কথকতা।


জীবনের ধারাপাতে---
আছে তাল মাত্রা সুর লয়,ছন্দহীন নয়
অনুপম সংগীত বেজে যায়
যখন যেমন দাবী তেমন শুভেচ্ছা  
বসন্তে বাহার আর বর্ষায় মল্লার
শুনি ব্যাকরণ সম্মত ধারাবাহিক লয়


এই যে দীর্ঘ পথ হাঁটা
চোখ মেলে দেখা প্রতিটি কদম  
কখনও কী গেয়ে ওঠে বেসুরো ভৈরবে ?


সেতারের তার ছিঁড়ে গেলে,শুনি---
সুরহারা জীবনের করুন আলেখ্য ।