শালিকের দেহ (13-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
অনেক ভেবেছি তবু ভেবেও পাইনা,
কেন শালিকের দেহে লেখা বৃষ্টির দাগ !
এ জল তো কালো নয় পরমা প্রকৃতি।


শুনেছি গঙ্গার জলে সব শুদ্ধ হয়,
হয়না কেবল শুদ্ধি শালিকের দেহ।
নীড়ে আছে নীড়ে থাক,গভীর রজনী
কেন এত রাতে শাখে শাখে শীষ দেয় পাখি?
জটায়ুর ডানা ছাটা রাবণের হাতে,
জটায়ু কি ভুলে গেলে,---
রক্তবীজের বংশধর এখনও রয়েছে?


সামনে আসেনা মেঘ,মনে মনে হাসে।
গর্জায়,চমকায় শালিকেরা ত্রাসে।
যার দোষে গায়ে কালি বুক ফুলিয়ে ঘোরে।
এখন গঙ্গা জলে কাজ হয়না শালিকেরা মরে।