তলিয়ে দেখিনি(05-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
কখন তলিয়ে গেছি তলিয়ে দেখিনি
জলও কি জানে কখন নিয়েছি আশ্রয় জলের গভীরে ?
জলের উপরিতল থেকে তলদেশে,এটুকুই মনে হয় অনন্ত বিস্তার


বিন্যাস কখনও কি একমাত্রিক হয় ?
যেখানে পথ আর মত দুইই আলাদা


তবুও,সামগ্রিক ঢেউয়ে নেচে উঠি
যেন ঢেউয়ের উৎসব আর তলদেশে এলোমেলো স্রোত
এলোমেলো হাওয়া এসে উথালপাথাল করে মন
ভেসে যাই খড়কুটোর মতো


গৃহী আমি,ছাপোষা নিরীহ---
জনগনেশের ভিড়ে ভিড়ে যাই
বলি মনে মনে----
না না,আমায় ফতুর করো না জল
আমায় ফকির করো না


এই দেহে আজও মানুষের রক্ত বয়ে যায়