টুপি পরে নিই (18-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
খুঁজতে খুঁজতেই নিভে যায় জ্বলন্ত সলতে
পথ,গঁজিঘুঁলি,পথের বাঁক আর কাঁটা
খুঁড়তে খুঁড়তেও---
মাটি,জল,পাথর ও পাবক


কতবার ডুবে যায় বিষন্ন চাঁদ,সূর্য পশ্চিমের মাঠে,
মানুষও ডুবে যায় ঘন অন্ধকারে,ঘুমে
উফ!তখন ভয় কি করেনা ?
নৌ-কম্পাস কোথায় রেখেছি,হাত ঘড়ি ?


দেখি,ভোর ভোরের মতো,দুপুর ক্ষধার্ত
সারারাত জেগে থাকে স্বাতী,বিশাখা


মাঝে কখনও জোয়ার-ভাটা,উদ্দাম ঢেউ
পৌষালী শীত ছুঁয়ে যায় হৃদয় আঙিনা
গায়ে শোয়েটার,হাতে দস্তানা,পায়ে মোজা
মাথায় নিজেই নিজের টুপি পরে নিই ।