সব কিছুই ঘটবে এই সমস্ত প্রাণী জীবনে।


মানুষের জীবন, মৃত্যু সবেতেই থাকবে সৃষ্টি;
মুঝবে না জীবনের দৃষ্টি।


অনেক কিছুই স্বপ্ন আসে আমাদের জীবনে;
কিছু ঘটে আর কিছু নাই বা ঘটবে এই জীবনে।


চেষ্টার পর চেষ্টা করে যাই আমরা;
সবেতেই যে ঠাই পাই মোরা।


শেষ হওয়ার আগে, জগৎ কে দেখি সচক্ষে;
বুঝতে পারি না, আছি মোরা কোন এক বিচক্ষণে।


মানব জীবনের ভালো কর্মের ফলের দ্বারা;
শুধু যেন পাই আমরা সফলতা!
তেমনই খরাপ কর্মের ফলের দ্বারা পাই আমরা বিফলতা।


যুগের পর যুগ ধরে চলতে থাকে জগতের নতুনত্বের সৃষ্টি;
সৃষ্টির সফলতার চাকায় পাল্টাতে থাকে ভুবনের দৃষ্টি।


এ আমার দেশের মাটি, মোদের কাছে বড়ো খাঁটি;
কৃতকর্মের দ্বারা সুন্দর ভাবে গড়ে উঠবে আমাদের মনুষ্যবাস গোলাকৃতি।


হে তুমি, হে আমি, রইবে না কিছুই এই ভুবনে;
অশ্রু জলে থেকে যাবে সৃষ্টির সফলতা এক সুন্দর টাইমলাইন এ।