তুই এমন কেন?
কিছুই বুঝতে চাস না
তোকে যে আমি ভালবাসি
সেটা তুই কেন বুঝিস না
তুই বলেছিলি আমি তোর অনেক আপন
তবে কেন আমাকে বুঝলি না
শুনেছি চোখ মনের কথা বলে
কতবার তোর ওই চোখের
তারাই হারিয়ে গিয়েছি
তুই তো বুঝলি না
তবে কি আমার অনুভুতি
চোখে ধরা দেই নি??


না, তেমন তো নয়
আমি জানি তুই বুঝেছিস
আমার বিস্বাস তুই বুঝেছিস
তাই তো হারিয়ে গেলি
বুঝলিও না কত ভালবাসি
তোকে ছাড়া কেমনে কাটবে
আমার প্রতিটা ন্যানোসেকেন্ড।


তুই পর হয়ে গেছিস
তোর আমার মাঝে এক মহাসাগর
কথা বলিস না আমার সাথে
তোর মুঠোফোনও আমাকে ফিরিয়ে দেয়
বলে দেয় যোগাযোগ বন্ধ
কি করবো বল,
ভাবিস নি কোনদিন কেমন হবে
আমার দিনগুলো,
মাঝে মাঝে তোর-আমার ক্ষুদেবার্তা গুলো
একটু প্রশান্তি দেয়
আমার অনুভুতি কে
অনুভুতির অনুগুলি এতটাই ক্ষুদ্র যে
তুই খুজে পাশ নি।


আর কি বলবো তোকে
কোন কবি হতে পারিনি যে
ছন্দ আর উপমা দিয়ে
একটা কবিতা লিখব
যতদূর মনে পরে, গত মিনিটেও
তোর মুঠোফোন আমার নেটওয়ার্কের
বাইরে ছিল.....
হতবাক মন প্রতিবারই হতাসা নিয়ে
পরের মিনিটেই আরেকবার
তোর কথা শুনতে চাই।


শোন,
তুই চলে গেছিস
আমার কি হয়েছে?
না হয় একটু কষ্ট, তাও আবার নগন্য
পরিমাপক নেই, তাই মাপতে পারলাম না।
তোর আর আমার মাঝে যে সাগরটি আছে
সেটা একদিন না একদিন পারি দেব
বাচি কি মরি
যত অসম্ভবনাকে সম্ভব করার
চেষ্টা কেন করবো না।
তোকে ভালবাসি, একটু তো কিছু দেখাতে হয়
দরকার হলে অসম্ভবকে সম্ভব করতে
অনন্তের চরিত্রে বাস্তব প্রকাশিত হব
তুই কি মনে করেছিস?
চুপ করে বসে থাকবো......
মনে রাখিস...
তোকে ভালবাসি, অনেক ভালবাসি।