এখনও প্রভাত হয়, রাত যায়
পাখির কিচির মিচির শোনা যায়
শিউলি ফুল ঝড়ে, লুটুপুটি খায়
শিশির ভেজা শরতের আঙ্গিনায় ।
এলোচুলে কিশোরী দু‘হাতে কুড়ায়
চোখ বুঝে গন্ধ নেয়, গুনগুনিয়ে গায়
সযতনে তুলে রাখে, কারো অপেক্ষায়।
সময় বদলায়, চেহেরা বদলায়
অনুভুতিগুলি বয়ে যায়, বেলা ওবেলায়
খোলা হাওয়ায়, দুলে-দুলায়
ভিন্ন দেহে, ভিন্ন মনে, মিলে-মিলায়,
প্রজন্ম হতে প্রজন্মে, তোমায়-আমায়,
শিশির ভেজা শরতের আঙ্গিনায় ।