নিরবধি  আছ  যিনি  মম  হৃদয়েতে,  কেন  পাইনা  তোমায়  আঁখিতে
যদি  না  পাই  তোমায়  দেখিতে,  কি  হবে  আমার  এ  আখিঁতে!
ভুবন  দেখিয়া  সাধ  নাহি  মিটে,  এ  নয়ন  চায়  যে  তোমায়  দেখিতে ।


হৃদয়  নয়নে  সদা  দেখি  তোমাকে,  এ  আঁখি  কেন  পায়  না  তাহাতে ?
নয়ন  জল  করে  টলমল,  ক্ষনিক  তোমায়  হেরিতে


একবার  আস  তুমি,  নয়ন  সম্মুখে,  জুরাক  নয়ন  দেখিয়া  তোমাতে
হইতাম  যদি  রাধে,  তবুও  কি  বাদ  সেদে  অগোচরে  তুমি  থাকিতে ?


এ  দেহ  মন  তোমাতে  সঁপিলাম,  নাই  তো  কিছুই  আমাতে
এ  নয়ন  দু’টো  আমাকে  দিও,  তোমাকে  একটু  হেরিতে ।


তোমাকে  হেরিয়া  হাসিয়া  হাসিয়া  নেব  বিদায়  দুনিয়াতে ।
এ  বাসনা  মনেতে,  পারি  যেন  তাহা  পুরিতে
অন্যকিছু  নাহি  চাই  তোমাতে ।