আমার কেহ নয়, আমি কারো নইত
অগ্নী-বায়ু, আকাশ-পানি, মৃত্তিকায় আবর্ত।
নদী যেমন চলছে বয়ে সমুদ্র পানে
আমিও ছোটে চলেছি অনন্তকাল ধরে
ভ্রমে, ভুল পথে কালের আবর্তনে ।
অস্তিত্বের সন্ধানে মহাকালের তরে
রিক্ত হস্তে রয়েছি দাড়িয়ে তাহার পানে
সিক্ত নয়নে আঁখিজল অঞ্জলি করে
মহা-মিলনের তরে, প্রাণ - মহাপ্রাণে।