এসো হাওড়ের মাঝখানে দ্বিপের মাঝে যাই
বিকালের স্নীগ্ধ আলোতে নরম সবুঝ ঘাসে গাঁ হেলাই।
ঘাস ফড়িং-এর পিছু পিছু দৌড়ি
কখনো জল ছিটাব, কখনো হামাগুড়ি।
বনেলা কঁচি ঘাসের গন্ধ নেব বুক ভরে
নীল আকাশে তাকিয়ে থাকব সাদা বক যখন যাবে উড়ি।
মাছরাঙ্গার শিকারী নৃত্য দেখব, আরও দেখব
পাল তোলা নৌকায়া যাত্রিরা যাচ্ছে বাড়ি।
সন্ধার নিরবতা, প্রকৃতির থমকে দাড়ানো
রক্তবর্ণ বিদায় সুর্য্য, গাংচিলের ডুব দেয়া সাঁই সাঁই
এসো, হাওড়ের মাঝখানে, দ্বিপের মাঝে যাই।