হৃদয় মন্দিরে রতন রেখে
নয়ন খুঁজে বেড়ায় তাকে
মনের চক্ষু অন্ধ হলে
খুঁজতেই হবে মাঠে ঘাটে।


হৃদয় মন্দির হলে পাপাচার
মনের চক্ষু হবেই আঁধার
বুকের মাঝে রেখে মানিক
খুঁজতে হবে এ দ্বার ও দ্বার।


ওরে অবুঝ মন আমার
হৃদয় মন্দির করো পরিস্কার।


এ মন্দির হবে পবিত্র যখন
জ্বলবে আলো, ফুটবে ফুল, বাজবে ঘন্টা
শঙ্খের ধ্বনি শুনবে তখন।


মনের চক্ষু দেখবে তখন
হৃদয় মন্দিরে আপন মনে
করছেন খেলা প্রভু নিরঞ্জন।।