আমি আমাকেই বলছি
আমার জন্য ।


বাবা'র আদর্শ ভুলে গেছি
স্বার্থের জন্য ।
নিজের আদর্শ নরবরে
ক্ষমতার জন্য ।


এক সময় বাবা'র স্বপ্ন পুরনই ছিল
আমার স্বপ্ন
ক্ষমতা পিপাসার কাছে
আজ তা ক্ষীণ ।


বাবা সাম্প্রদাযিকতার বিষ বৃক্ষ
উৎপাটন করেছিলেন
আমি নতুন করে বীজ বপন করছি


আমি ভুলে গেছি তাঁর আদর্শ
আমার স্বার্থের জন্য ।
আমি কী লজ্জা পাচ্ছি
আমার কর্মের জন্য?
আমি আমাকেই বলছি
আমার জন্য ।