কৃষ্ণ চূড়ার আগুনে
মন নেচেছে ফাগুনে
তা দেখে রাধা চূড়াও
উঠলো হেসে আনমনে ।
সুর্যি মামাও বলল হেসে
প্রাণ মিলুক আজ প্রাণে প্রাণে ।
প্রকৃতির এই মিলন মেলা
ডাকছে প্রেমের আহ্বানে।
পাগল এই মন চাচ্ছে যে আজ
ভেসে যেতে প্রেমের বানে ।
প্রেমের আগুন এ হৃদয়ে জাগাইল যেই জনে
তাহাতেই সপিলাম নিজেকে
দেহ, মন ও প্রাণে।